আসিফ আলতাফের মন খারাপের গান ‘ব্যবধান’

আসিফ আলতাফের মন খারাপের গান ‘ব্যবধান’

‘ধীরে ধীরে বাড়ছে ব্যবধান, দুদিকে ছুটল দুটি প্রাণ’ এমন কথায় মুক্তি পেয়েছে আসিফ আলতাফের মিউজিক ভিডিও ‘ব্যবধান’। নিজের লেখা, সুর ও কম্পোজিশনে গানটি গায়কের ইউটিউব চ্যানেল আসিফ আলতাফ অফিসিয়াল ও তার ফেসবুক প্রোফাইলে মুক্তি দেওয়া হয়।

১৭ দিন আগে